বিএনপির পদত্যাগের কথা শুনে আওয়ামীলীগ নেতাদের গণসংযোগ শুরু
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের এমপি জাহিদুর রহমানসহ বিএনপির সাত সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় পীরগঞ্জে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এ আসনে উপ-নির্বাচন হবে এমন খবরে নির্বাচনে অংশ নিতে অনেকেই ভোটার ও কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির মহাসমাবেশে দলের সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার পর পরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে ভূমিহীনদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ নিয়ে কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুল ইসলাম। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগ করলে এ আসনে উপ-নির্বাচন হবে আর নির্বাচনে আমিও একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
এ দিকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণার খবরে তিনিও দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ প্রায় তিন মাস আগ থেকেই মাঠ গোছাতে শুরু করেছেন। এরই মধ্যে দলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শেষ করেছেন তিনি। এ আসনে উপ-নির্বাচন হচ্ছে এমন খবরে আরো চাঙা হয়ে উঠেছে দলের নেতাকর্মীরা।
জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীও নেতাকর্মীদের একত্রিত করতে কাজ শুরু করেছে।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে। ইতিমধ্যে বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজারসহ পাড়া মহল্লায় বিএনপি এমপিদের পদত্যাগের ঘোষণায় বিষয়টি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন