বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে হবে : এড. মুস্তফা লুৎফুল্লাহ
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর এ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চ্চার ক্ষেত্রকে প্রশস্ত করতে হবে। কেননা, বিশ্বায়নের এ যুগে আমরা সকল দিক থেকে এগিয়ে থাকতে চাই। মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলি বলেন। কলারোয়ায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জামাদি বিতরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলেছে। অগ্রগতির এই ধারাকে বেগবান করতে শিক্ষার সকল স্তরে বিজ্ঞান চর্চ্চাকে বেশি করে প্রাধান্য দিতে হবে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সংসদ সদস্য পতœী প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি, কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচ এম আরাফাত হোসেন, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হরুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আব্দুর রব, শিক্ষক নেতা আমানুল্লাহ আমান, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক এবাদুল হক, শামসুল হক, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আব্দুল ওদুদ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাদরাসা সুপার রেজাউল ইসলাম, বজলুর রহমান, আবু মোনায়েম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক এমএ সাজেদ, মাস্টার সাইফুল ইসলাম, শামসুর রহমান লাল্টু প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন