বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পদত্যাগের দাবিতে সিপিবি(এম)’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল
আজ ৫ ই জুন ২০২৩ সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পদত্যাগ, বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি লুটপাট বন্ধ, তদন্ত করে দায়ীদের বিচার লোডশেডিং বন্ধ, সকল প্রকার নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ও গরীব মারার এই বাজেট প্রত্যাখান করে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি(এম) এর উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম. এ সামাদ।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ সামাদ বলেন, দেশে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় লোডশেডিং এর কবলে পরে জনজীবন অতিষ্ঠ। আজ থেকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে কয়লার অভাবে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আমরা মনে করি দুর্নীতি লুটপাটের কারনেই এই বিদ্যুৎ বিপর্যয়। এই দায় প্রতিমন্ত্রী এড়াতে পারেন না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। এবং অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধান চাই এবং নিরপেক্ষ নির্বাচনের কমিশন গঠন করে বিদ্যুৎ বিভাগের দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।
কমরেড সামাদ আরও বলেন, সরকার যে বাজেট দিয়েছে এই বাজেট গরীব মারার বাজেট। ধনী লুটেরাদের সুবিধার্থে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট আমরা প্রত্যাখান করছি। বাজেটে শিক্ষা কৃষি স্বাস্থ্য ও শ্রমিকদের সার্বজনীন রেশনিং এর জন্য বাজেটের অর্ধেক বরাদ্দের দাবি জানাই।
পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, চাল ডাল সহ সকল প্রকার নিত্য পণ্য মূল্য ইতিমধ্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের ছত্রছায়ায় লুটেরারা সিন্ডিকেট করে কালোবাজারি করে লুটপাট চালানোর কারণে আজ এই অবস্থা। তিনি সকল নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির সহ—সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা আল খালিদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কমরেড তারেক ইসলাম ইসলাম বিডি, কেন্দ্রীয় সদস্য কমরেড গিয়াস উদ্দিন ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন