বিপিএলের তারিখ ঘোষণা
২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল গড়াবে মাঠে। সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি।
(বৃহস্পতিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’
এবারের বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে বিসিবি। কেমন সাড়া পাচ্ছে বোর্ড? সুজন বলেন, ‘পাঁচ (ডিসেম্বর) তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে। ততদিন ওয়েট করি। তারপর বলি।’
নিয়ম অনুযায়ী বিপিএলে বিদেশি কোটায় প্রতি ম্যাচে প্রতি দলে ৪ জন ক্রিকেটার খেলানো হয়। এবার সেটি ৩ জনের নামিয়ে আনার কথা বলা হয়েছে টুর্নামেন্ট কমিটি। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব শুরু হয়েছে, এমন অবস্থায় মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে তো?
উত্তরে সুজন জানালেন, ‘আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সে মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন