বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হলো ইন্দোনেশিয়ায় : সিএনএন
বিয়ে ছাড়া যৌন সম্পর্ককে নিষিদ্ধ করে আইন পাস করেছে ইন্দোনেশিয়া।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) দেশটির পার্লামেন্টে হওয়া ভোটাভুটিতে এই আইন পাস হয়। তবে এই আইনের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে মানবাধিকার এবং মানুষের স্বাধীনতা হুমকিতে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নতুন আইন অনুযায়ী বিয়ের আগে যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, ধর্মত্যাগকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে দেশটি। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়েছে, আগে থেকেই দেশটিতে ধর্ম অবমাননার জন্য ৫ বছরের কারাদণ্ডের বিধান ছিল। এরপরে নতুন করে আবার কড়াকড়ি আরোপ করা হলো। নতুন আইনে কেউ প্রেসিডেন্টকে অবমাননা করতে পারবে না কিংবা দেশটির ধর্মনিরপেক্ষ আদর্শেরও বিরোধিতা করতে পারবে না। মানবাধিকার সংস্থাগুলো বলছে, নতুন আইনের কারণে নারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হবে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার হুমকি সৃষ্টি হয়েছে। নতুন এ আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী গোষ্ঠীগুলো। তারা বলছে, এ ধরণের আইন ইন্দোনেশিয়ার পর্যটন নষ্ট করবে।
বিদেশিরা আর ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করতে চাইবে না। এর আগে ২০১৯ সালে এ আইনের খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সে সময় দেশব্যাপী বিক্ষোভের কারণে এটি পিছিয়ে যায়। মূলত দেশটির শিক্ষার্থীরাই সবথেকে বেশি এই আইনের বিরোধিতা করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন