বিলিয়নেয়ার তালিকা থেকে সৌদি ধনকুবেররা হঠাৎ উধাও
গত বছরও সৌদি আরবের বেশ কয়েকজন ধনকুবের বিলিয়নেয়ারের তালিকায় ছিলেন। ফোর্বসের গত বছরের তালিকায় দেশটির ১০ জন বিলিয়নেয়ারের উপস্থিতি দেখা যায়। তবে এ বছর তালিকায় সৌদি আরবের একজন বিলিয়নেয়ারও নেই।
গত বছর সৌদি আরবে বেশ বড় ধরনের পরিবর্তন আসে। প্রিন্স মোহাম্মদ বিন নায়েফের কাছ থেকে ‘যুবরাজ’ পদবিটি কেড়ে সে আসনে নিজ অবস্থান পোক্ত করেন মোহাম্মদ বিন সালমান। এরপর থেকে দেশটিতে ধনীদের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়া রয়েছে দুর্নীতিবিরোধী কঠোর অভিযান। এতে বহু ধনকুবেরকে বিপুল অংকের জরিমানা করে দায়মুক্তি দেওয়া হয়েছে। জানা গেছে, এতে ১০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে আদায় হয়েছে।
বেশ কয়েকজন ধনকুবেরকে আটক করা হয়। আটকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। তিনি একাধারে কিংডম হোল্ডিংস, টুইটারের শেয়ারের একটি বড় অংশ, সিটিব্যাংক, ফোর সিজনস, লিফট অ্যান্ডের কর্ণধার। এবার তিনিও বিলিয়নেয়ারের তালিকায় নেই।
তবে এত বিপুল জরিমানার পরেও সৌদি আরবের বিলিয়নেয়ারদের সম্পদ থাকার কথা। যদিও সরকারি পদক্ষেপের ভয়ে তারা সঠিক তথ্য প্রকাশ নাও করতে পারেন।
সূত্র : সিএনএন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন