বেগম রোকেয়া পদক-২০২০ পেলেন পাঁচ বিশিষ্ট নারী
এবছর বেগম রোকেয়া পদক-২০২০ এর জন্য পাঁচজন বিশিষ্ট নারী মনোনীত হয়েছেন।
তাঁরা হলেন, নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীণ আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কর্নেল (ডাঃ) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি এবং নারী অধিকারে বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বুধবার বাংলাদেশ শিশু একাডেমিতে সম্মাননা পদক, সনদ ও চেক প্রদান করবেন।
বেগম রোকেয়া পদক-২০২০ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আগামীকাল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০.৩০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন