বেগমগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, থানায় মামলা
এইচ. এম আয়াত উল্যা, জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী বেগমগঞ্জে উপজেলার একলাশপুর সাকিনস্ত জীবন ভূঞা বাড়ীর পাশে একটি বাগানে ৫ বছরের একটি শিশুকে ধর্ষনের ঘটজনা ঘটে। এ বিষয়ে ০৪ জুলাই বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষিতার মা তাছলিমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যাহা বেগমগঞ্জ মডেল থানার মামলা নং- ১৮,জি.আর ১২৬৮ তারিখ ৪ জুলাই ২০১৭ থানার মামলার সূত্রে জানা যায় তাহসিমা আক্তার (ভিকটিম) (০৫), একলাশপুর সাকিনস্থ হাজী আশরাফ উদ্দিন মসজিদ/মাদরাসায় ১ম জমাতে অধ্যয়ন করিতেছে। ১৪ই জুন ২০১৭ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার সময় বাদী তার মেয়েকে প্রতিদিনের মত মাদরাসায় নিয়ে যায়। মাদরাসা ছুটি শেষে মেয়েটি একা একা বাড়ীতে হেঁটে আসার সময় সকাল ১০.৩০ ঘটিকার সময় একলাশপুর জীবন ভূঞা বাড়ীর সামনে রাস্তার উপর পৌছা মাত্রই একই এলাকার (মিরি বাড়ীর) মৃত সেলিম মিয়ার ছেলে পলাশ (২৫) সহ ৪-৫ জন অজ্ঞাতনামা বখাটেকে নিয়ে পলাশ পূর্বের পরিকল্পিত ভাবে ভিকটিম তাহসিমা আক্তার (০৫) কে ডেকে একটি সুপারি বাগানের ভিতরে নিয়ে ভিকটিমের পরিধয়ে প্যান্ট খুলিয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। ভিকটিমের স্ত্রী লিংঙ্গে, পায়ে এবং প্যান্টে বীর্য্য লাগানো অবস্থায় বাড়ীতে আসলে ভিকটিমের মা দেখে ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় (মিরি বাড়ীর) পলাশ কর্তৃক তাহাক উক্ত ধর্ষনের ঘটনার ঘটাইয়াছে মর্মে প্রকাশ করে। পরবর্তী বাড়ীর অন্যান্য লোকজনসহ ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভিকটিম ঘটনার স্থলে নিয়ে বিস্তারিত বর্ণনা দেয়। এলাকার লোকজন পালশের পরিবারের লোকজনকে ধর্ষনের বিষয় অবগত করলে পলাশের পরিবারের লোকজন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের মাধ্যমে মিমাংশা করবে বলে আস্বাস দিলে রাত অনুমান ৮.০০ টায় শালিশ বৈঠক বসার কথা হয়। আসামী পলাশ ও পরিবারের লোকজন শালিশ অমান্য করিয়া ক্ষিপ্ত হইয়া অজ্ঞাতনামা আসামীগনসহ বেআইনী জনতায় মিলিত হইয়া হাতে লাঠি সোঠা, দা, সেনী, লোহার রড ইত্যাদি দেশীয় অ¯্র শ¯্র নিয়ে ভিটটিমের বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া ঘরের দরজা জানালা পিটিয়া ও কুপিয়ে ভাংচুর করিয়া ১,৭০,০০০/- টাকার ক্ষতি সাধন করে এবং যাওয়ার সময় আসামীরা বলে পূনরায় বাদীর মেয়েকে আবারও ধর্ষন করিবে এবং প্রাণনাশ করবে মর্মে হুমকি প্রদান করে বাদিনীর মামলার এজাহারে জানান। এই দিকে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ জানান ধর্ষনের বিষয় মামলা হয়েছে এবং এস.আই মোঃ দুলাল মিয়াকে মামলাটি তদান্তের নির্দেশ দেন। এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন