বেনাপোল চেকপোস্টে আনসার বাহিনী নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ভিন্নমত
বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য নিয়োজিত আনসার বাহিনী প্রত্যাহার মর্মে রবিবার (৯ এপ্রিল) আওয়ার নিউজবিডি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করেছেন আনসার বাহিনী কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে আনসার বাহিনী কর্তৃপক্ষ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ টিটিআই মাঠে নিরাপত্তা জোরদারের জন্য আনসার সদস্যদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে সরিয়ে ঐ মাঠের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের নিরপত্তার দায়িত্ব দেওয়া হয় এপিবিএনকে। স্থল বন্দর কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক আনসার সদস্যরা সেখানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। এখানে প্রত্যাহারের কোন বিষয় নাই।
এদিকে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ-আল রাসেল বলেন, আসলে প্রত্যাহার করা হয়নি। তাদেরকে আন্তর্জাতিক টার্মিনাল থেকে সরিয়ে বন্দরের অন্যত্র দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে আমাদের সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন