বেরোবিতে আশুরা ও দুর্গাপূজার ছুটি শুরু বুধবার থেকে
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র আশুরা ও সনাতন ধর্মাবলম্বিদের উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার থেকে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, পবিত্র আশুরা ও দুর্গাপূজা উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত একাডেমিক সকল কার্যক্রম ও বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এক সপ্তাহের নির্দিষ্ট ছুটি শেষে আগামী ৩ অক্টোবর প্রশাসনিক ও ৪ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন