ব্রাজিলে সাবেক প্রেসিডেন্টের সাড়ে ৯ বছর কারাদণ্ড
বুধবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে সাড়ে নয় বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করার সুযোগ পাবেন জানিয়েছেন বিচারক। বিবিসির খবরে প্রকাশ।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে এক দুর্নীতিতে ঘুষ হিসেবে অ্যাপার্টমেন্ট পাওয়ার অভিযোগ অস্বীকার করেন লুলা। তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তাকে এ সাজা দেয়া হয়েছে এবং তিনি কোন ধরণের অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অস্বীকার করেছেন।
তিনি বলেন, বিচারটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দৃঢ়ভাবে অস্বীকার করা কোন অন্যায়।
লুলা ২০১১ সাল পর্যন্ত আট বছর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ব্রাজিলে এবং আগামী বছর বামপন্থী ওয়ার্কাস পার্টি থেকে আবার নির্বাচনে দাঁড়াবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
রাষ্ট্রীয় তেল কোম্পানি সাথে ওএএস নামক ইঞ্জিনিয়ারিং ফার্মের চুক্তিতে সহযোগিতা করায় তিনি ফার্মটিতে থেকে সমুদ্র সৈকত অঞ্চলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পান। এ দুর্নীতি আদালতে প্রমাণিত হলে তাকে এ সাজা দেয়া হয়।
একটি বিবৃতিতে লুলাকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী এবং তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন