ভাঙা হাত নিয়েই জাতীয় ঐক্যের সমাবেশে জোনায়েদ সাকি
ভাঙা হাত নিয়েই জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে যোগ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
জাতীয় ঐক্য প্রক্রিয়াকে সমর্থন জানাতে শনিবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের নাগরিক সমাবেশে যোগ দেন তিনি।
এসময় জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায় ড. কামাল হোসেনসহ সমাবেশে আসা অতিথিদের সাথে গলার সঙ্গে বেঁধে রাখা ভাঙ্গা হাত নিয়েই জোনায়েদ সাকিকে কুশল বিনিময় করতে দেখা যায়।
গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে পূর্বনির্ধারিত বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। এসময় লাঠিচার্জে গুরুতর আহত হন সাকি।
তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে ‘নিরপেক্ষ তদারকি সরকার’ গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে ইসি ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল বাম গণতান্ত্রিক জোট।
উল্লেখ্য, জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জোনায়েদ সাকির উপস্থিতি এই প্রথম নয়। গত বুধবার গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন সঙ্গে তার বাসায় একান্তে বৈঠক করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য আমরা বলেছি, একটা জাতীয় সনদ তৈরি করতে হবে যার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি হতে পারে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন