ভারতে আরও আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
ভারতে এই ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করবে ৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রত্যেক প্রতিষ্ঠান ৪০ টন করে এই ইলিশ রপ্তানি করবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করতে পারবে না।
আগের ২০৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয় ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে। প্রতি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে প্রথম চালানের ইলিশ গতকাল (২১ সেপ্টেম্বর) ভারতে পৌঁছেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন