ভারতে ছাপানো ২৫ লাখ পাঠ্যবই দেশে পৌঁছেছে

ভারতে ছাপানো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য ২৫ লাখ পাঠ্যবইয়ের প্রথম চালান দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার রাতে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫টি ট্রাকে করে এসব বই বাংলাদেশে প্রবেশ করে। বন্দরের দুই নম্বর শেডে ভারতে ছাপানো বই ভারতীয় ট্রাক থেকে বন্দরে রাখা হয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত বন্দরে শেডে বইগুলো আনলোড শেষ হয়।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, বইয়ের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক কর্তৃপক্ষ। আর রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের কলকাতার কৃষ্ণা ট্রেডার্স। বইয়ের ঘোষিত আমদানি মূল্য সাত লাখ ৫৮ হাজার ৫০০ মার্কিন ডলার। বইয়ের ওজন ৫০৮ মেট্রিক টন ৩০২ কেজি।

বই সরবরাহের দায়িত্বে নিয়োজিত বেনাপোলের ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আজিম উদ্দিন গাজী বলেন, ভারত থেকে আরো বই আমদানি হবে বেনাপোল স্থলবন্দর দিয়ে। কয়েক দফায় আমদানি করা এসব বই ৩ নভেম্বর বন্দর থেকে খালাস করা শুরু হবে। খালাসের পর বই নিয়ে ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে, তার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে বই বন্দর থেকে খালাস দেওয়া হবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানায়।