নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে ৫০তম বিজয় দিবস পালন
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ১৬ ডিসেম্বর (বুধবার) আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি বাড়াতে কাজ করার ব্রত নিয়ে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে।
মিশনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানায় এবং পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধে জাতির ঐহাসিক বিজয়ের এ উদযাপনে স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে।
সকালে হাইকমিশনার মুহাম্মদ ইমরান মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সকালে জাতীয় সংগীত বাজানোর সাথে সাথে লাল-সবুজ জাতীয় পতাকা উত্তোলন করেন।
রাষ্ট্রদূত এবং অন্যান্যরা মিশনের মুজিব কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এর বিজয় দিবসের বার্তা পাঠ করেন যথাক্রমে মো: নুরাল ইসলাম, মন্ত্রী (রাজনৈতিক), মো. রাশেদুল আমিন, অর্থনৈতিক কাউন্সেলর, উইং কমান্ডার এস এম রাগিব সামাদ, সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা এবং কাউন্সেলর মোঃ শফিউল আলম।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তাগুলিও প্রদর্শিত হয়, পালন করা হয় এক মিনিটের নীরবতা ও বঙ্গবন্ধু ও যুদ্ধাহত শহীদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত ইমরান এক বক্তৃতায় প্রধানমন্ত্রীকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তার নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার পথে।
তিনি বলেন, ৫০ বছরের যাত্রায় বাংলাদেশ একটি প্রাণবন্ত অর্থনীতি, একটি স্থিতিশীল গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তুলেছে। “আমরা গর্বিতও বোধ করি যে আমাদের বর্তমান নেতৃত্ব কার্যকরভাবে বঙ্গবন্ধুর বৈদেশিক নীতি, ফ্রেন্ডশিপ টু অল এবং ম্যালিস টু নন কার্যকরভাবে অনুসরণ করেছে।”
মিশনটি বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির প্রতিপাদ্য ছিল: বাংলাদেশের বিজয় দিবস, আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
করোনভাইরাস মহামারী চলাকালীন স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে উদযাপনগুলি কমাতে হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন