ভালোবেসেই রক্ত পান করেন তাঁরা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/photo-1496475900.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রেম তাজা রাখতে মানুষের আয়োজনের কমতি নেই। তাই তো বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে আছে প্রেমিক-প্রেমিকাদের অদ্ভূত সব কাণ্ড। তাই বলে একে অপরের রক্ত পান!
ভালোবেসে এই কাজই করছেন ইতালির প্রেমিকযুগল ডেনিস আলবার্তো ও ইলারিয়া।
সংবাদমাধ্যম ডেইলি মিররকে তাঁরা জানান, ভালোবাসার প্রতিশ্রুতি অনুযায়ী রক্তচোষা বাদুড়ের মতো একে অপরের রক্ত পান করেন তাঁরা। তবে রক্ত পান করতে হলিউডি ছবির মতো ঘাড়ে কামড় বসান না। বরং জীবাণুমুক্ত সিরিঞ্জ ব্যবহার করে শরীর থেকে রক্ত বের করেন। তারপর সেই রক্ত কাঁচের শিশিতে ঢেলে পান করেন।
ডেনিস বলেন, ‘রক্ত হলো পৌরাণিক শারীরিক পানীয়। এটা আমাদের কাছে জীবন। ভালোবাসাকে নতুন করতে আমরা একে অপরের রক্ত পান করি। বিবাহিতরা বিয়ের প্রতীক হিসেবে যেমন হাতে আংটি পরে, আমরা তেমনই রক্ত পান করি।’
রক্তচোষা বাদুড় সাজতে অস্ত্রোপচার করে দাঁতও লাগিয়েছেন ডেনিস-ইলারিয়া। সেই দাঁতের যত্নও নেন তাঁরা। শখের দাঁত যেন না ভেঙে যায়, সেজন্য খান না আপেল বা অন্য শক্ত খাবার।
তিন বছর আগে ডেনিসের সঙ্গে পরিচয় হয় ইলারিয়ায়। সে সময় সার্কাসের জন্য সহযোগী চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ডেনিস।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন