ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন, বৃক্ষ রোপণ কর্মসূচী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। বিকেলে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। এছাড়া সন্ধ্যায় ভূরুঙ্গামারী কেজি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মাদক মুক্ত যুব সমাজ গড়তে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা পাঠাগার স্থাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
আলোচনা সভায় আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শামীম সারওয়ার, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুরাদ, উপদেষ্টা ফিরোজ হায়দার ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান নবীন।
অন্যান্যের মধ্যে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা প্রভাষক আইনুল হক, সাবেক ফুটবলার ও ব্যবসায়ী ফজলুল হক এবং ভূরুঙ্গামারী কেজি স্কুলের শিক্ষক আইনুল হক, দৈনিক প্রতিদিনের সংবাদ ও আওয়ার নিউজ এর ভূরুঙ্গামারী প্রতিনিধি মনিরুজ্জামান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন