মদনে মৎস্য বিভাগের সাংবাদিক সম্মেলন
প্রতিনিধি মদন (নেত্রকোনা) : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলা মৎস্য বিভাগের উদ্যেগে মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে মৎস্য বিভাগের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, উপজেলায় বছরে ৪ হাজার ৩শ ৬৯ মেঃটন মাছ উৎপাদন করেন পুকুর ও প্লাবণ ভূমির মৎস্য জীবি চাষিরা । এ সময় প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আল মাহবোব আলম,দিনকাল প্রতিনিধি মোঃ সাকের খান,আজকালের খবর প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়, প্রমূখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন