মদনে লক্ষাধিক টাকার সরকার নিষিদ্ধ জাল ভষ্মিভূত
প্রতিনিধি মদন (নেত্রকোনা) : সরকার নিষিদ্ধ জব্দকৃত ৩টি খনা জাল মঙ্গলবার বিকালে পাবলিক হল প্রাঙ্গণে আগুনে পুড়ে ভষ্মীভূত করেছে উপজেলা মৎস্য বিভাগ। বিভিন্ন হাওড়ে সরকার নিষিদ্ধ জাল দিয়ে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী পোনা মাছ নিধন করায় মৎস্য বিভাগ কয়ার হাওড়ে অভিযান চালিয়ে ৩টি খনা জাল জব্দ করেন। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক পরিতোষ দাসসহ এলাকার মৎস্যজীবি ও অন্যান্য লোকজন উপস্থিত ছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন