পচাত্তরের ষড়যন্ত্রে জিয়া জড়িত ছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,পচাত্তরের ষড়যন্ত্রে মোস্তাকের সঙ্গে জিয়া জড়িত ছিল, এতে কোনো সন্দেহ নেই। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে শোকাবহ আগস্টের এক আলোচনায় তিনি এ কথা বলেন।

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এ আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষকলীগ।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে মূল ষড়যন্ত্র খন্দকার মোশতাক করলেও এর সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও জড়িত ছিলেন।

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের বেঁচে থাকার স্বপ্ন। হারিয়েছিল সম্ভাবনা, আশা-ভরসা।’

জিয়াউর রহমানের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘কেউ কেউ হয়ত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু তাদের হৃদয়টা ছিল পাকিস্তানে। তারাই ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে দেশটাকে পিছিয়ে দেয়।’