ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর আওয়ামীলীগ ও জাতীয় পার্টির লাঙ্গলের ব্যাপক প্রচারণা

নির্বাচনের দিন যতই নিকটবর্তী সে লক্ষকে সামনে রেখে প্রার্থীরা ততবেশী প্রচারণা চালাচ্ছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামীলীগের জোটের, জাতীয় পার্টি থেকে মনোনিত প্রার্থী ফখরুল ইমামকে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার লক্ষে আওয়ামীলীগ-জাতীয় পার্টি প্রতিদিনই নির্বাচনী যৌথ সভাবেশ ও মিটিং-মিছিল করছে।নির্বাচনের শেষ মুহুর্তে জমছে লাঙ্গলের প্রচারণা।

এরই অংশ হিসেবে ৪-জানুয়ারী ঈশ্বরগঞ্জের পৌর আওয়ামীলীগ ও জাতীয় পার্টির যৌথ উদ্দোগে পাট বাজারে বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি।

আবদুছ ছাত্তার বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নৌকার মনোনিত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে এসে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।আপনারা সবাই আসছে সাত তারিখ জোটের প্রার্থী লাঙ্গলকে জনসমর্থন দিয়ে বিজয়ী করুন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপজেলা জাতীয় পার্টি সভাপতি লাঙ্গল প্রতীকের প্রার্থী ফখরুল ইমাম এমপি।তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান(হাবিব)। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ মোঃ রফিকুল ইসলাম বুলবুল, সহ- সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ (হারুন),যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হেসেন ভুইয়া,সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল,সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তুর্ণ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধক্ষ মতিউর রহমান মতি,দপ্তর সম্পাদক আবুল কালাম,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাহবুব।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান জুয়েল,দেলোয়ার জাহান মামুন, মোঃ শাহজাহান কবির,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম সুমন,শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।অপরদিকে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম খান সুরুজ।

সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল হাদী,সাংগঠনিক সম্পাদক মোঃ তেফাজ্জল হোসেন,সংসদ সদস্যের বিশেষ সহকারি প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন,উপজেলা জাতীয় পার্টির নেতা মোঃ আবদুল মতিন,পৌর জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক এবং কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি এইচ এম সারোয়ার সহ দলীয় ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।