ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহামেদ উপজেলা পরিষদ নির্বাচনে ১৫ জনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় উপজেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য এইচ, এম খায়রুল বাসার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাহীন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কৃষক লীগ নেতা হারুন রশিদ পবিত্র।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার রুবি, উপজেলা যুব মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলুয়ারা আক্তার।
মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগ নেত্রী পরশমনি, সাবেক ইউপি সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ ফেরদৌসি নাসরিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ নূরজাহান বেগম নাজমা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন