ময়মনসিংহের গৌরীপুরে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিদায় সংবর্ধনা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু সিদ্ধার্থ শংকর তালুকদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির উদ্যোগে পৌর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ফুলের তোড়া ও বিদায়ী ক্রেস্ট প্রদানের মাধ্যমে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির সহ-সভাপতি শাহ মাজহারুল ইসলাম কামাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় খাদ্য পরিদর্শক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল, গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, শ্যামগঞ্জ খাদ্য গুদামের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা অটো মেজর এন্ড হাসকিং রাইস মিল মালিক সমিতির কোষাধ্যক্ষ শ্যামল বসাক, উপজেলা অটো মেজর এন্ড হাসকিং রাইস মিল মালিক সমিতির সদস্য মাহবুবুল আলম ফারুক, দেলোয়ার হোসেন দুলাল, আঞ্জুমান আরা বেগম, সালাউদ্দিন উজ্জ্বল, শামসুল হক, জামাল ইসলাম, শ্যামল সরকার, সুশান্ত সাহা প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন