ময়মনসিংহের গৌরীপুরে মৃত পেনশনারদের উদ্দেশ্যে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/Gouripur-Rtd.-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ে এ স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আফসানা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার রহমান, সাবেক উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মেঘলাল মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম প্রমুখ।
পরে মৃত পেনশনারদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন