মাদারীপুরে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাদারীপুরে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। “স্বাধীনতার ৫০-এ, চ্যানেল আই ২৩” শ্লোগানে নানা কর্মসূচিতে চ্যানেল আই’র ২৩ বছর পদাপর্ণে পালিত হয়েছে।
শুক্রবার ’(১ অক্টোবর) সকাল ১১টায় নানা কর্মসূচির মধ্যে মাদারীপুর শহরের শুভাকাশ ইশারার মিলনায়তনে এক আলোচনা সভা, কেককাটা ও বর্ণ্যাঢ্য র্যালীর আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির।
চ্যানেল আই মাদারীপুর জেলা প্রতিনিধি রাহাত হোসাইনের সভাপতিত্ব আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। এরপর চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণ্যাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি আয়োজন করে মাদারীপুর জেলা আমার চ্যানেল আই দর্শক ফোরাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন