মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলার ৪ ডাকাত আটক
মাদারীপুর জেলার রাজৈর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ এবং ডাকাতদের বহনকারী ইজিবাইকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মাদারীপুর জেলার রাজৈর থানা পুলিশএকটি গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযানিক ডিউটিতে নিয়োজিত থাকা কালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উর্দ্ধতম কর্মকর্তার পরামর্শে অভিযান পরিচালনা করে রাজৈর থানাধীন রাজন্দ্রী দ্বারাদিয়া ইসুবপুর এলাকার মোঃ জামাল মিয়ার মেহেগিনী বাগানের ভিতরে ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত ৪ ডাকাতদের মধ্যে ৩ জন ডাকাত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার এবং একজন মাদারীপুর জেলার রাজৈর থানার নয়াকান্দী সুইজগেট এলাকার মোঃ মজিবার শেখ এর ছেলে নজরুল ইসলাম শেখ(৪০)
অন্য তিন ডাকাতরা হলেন,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বড় ভাটারা এলাকার মৃত্যু কালাম চৌকিদারের ছেলে মোঃ শামীম চৌকিদার (৩২) কারিকরপাড়া এলাকার মজিবার শেখের ছেলে সবুজ শেখ(৩৫) ননীক্ষীর এলাকার মৃত্যু বারেক মোল্লার ছেলে সিরাজ মোল্লা (৩৮)
এ সময় তাদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধারকৃত ডাকাতির কাজে ব্যবহৃত আলামত-একটি লোহার তৈরি পুরাতন রাম দা,একটি লোহার তৈরি পুরাতন শাবল, দুটি লোহার সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার এবং একটি লোহার তৈরি দাঁ সহ ডাকাতরা একটি সবুজ রঙের ইজিবাইকের সিটের নিচে টুল বক্সের মধ্যে ২ টি স্ক্রু ড্রাইভার, ২ টি প্লাস এবং একটি লোহার কাটার উদ্ধার করা হয়।
আসামীরা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ী, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে নেয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন