মাদারীপুরে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত
মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। নতুন ক্লাসে নতুন বছরের প্রথম দিনে মাদারীপুর জেলার ৫টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে এক যোগে এ বই উৎসব পালিত হয়।
উৎসবের এদিনে মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্র ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল সকল মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়।
এতে ২ টি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান বলেন, ৫টি উপজেলার ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, আমরা ৭১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আগেই সব বই পাঠিয়ে দিয়েছে। আমাদের বইয়ের চাহিদা ছিল ৭ লাখ, ৫৩ হাজার ৩৪৫ কপি বইয়ের চাহিদা ছিল। আজকে জেলা পর্যায়ে সেন্ট্রালি শহরের শকুনী লেকেরপার নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করি ।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, শিক্ষক শিক্ষার্থী সহ অন্যারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন