মাদারীপুরে সীমানায় বসত ঘর নির্মাণে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩
হাসান মাহমুদ, মাদারীপুর : মাদারীপুর চর খাগদির তালুকদার ব্রীজ এলাকায় নিজেদের বসত বাড়িতে নতুন ঘর নির্মাণের সময় আপন দুই চাচাতো ভাইয়ের সাথে সীমানা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ৫ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১১.২০ ঘটিকায় ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে এটি নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এলাকাটি দুই ভাগে বিভক্ত হয়ে পরে। ফলে সৃষ্টি হয় ব্যাপক সংঘর্ষের। ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে ৩ জন আহত হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়াও ভাংচুর করা হয় ৩টি দোকান, একটি স্থানীয় ক্লাব সহ প্রায় ১৫টি বসত ঘর রয়েছে। পরবর্তীতে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত এই বিরোধ বেশ পুরাতন। এর আগেও কয়েকবার কথা কাটাকাটি সহ সামাজিক বৈঠকও হয়েছে।
সমাধানের জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ চলমান নির্মান কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিলেও পরদিনও কাজ চালিয়ে যাওয়াতেই বিপত্তি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন