মাদারীপুরের কালকিনি থানার ওসি ককটেল বিস্ফোরণে আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/New-Photo-1-1.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান চেয়ারম্যান শহীদপারভেজ এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
রবিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকেউপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনায় ককটেল বিস্ফোরণে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম হোসেনসহ অন্তত আহত হয়েছে ১০ জন। আহত ওসিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বেচিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই চেয়ারম্যানের সাথে দীর্ঘদিন থেকেই দ্বন্দ্ব চলেআসছিল। এর জের ধরেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন