মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বিস্ফোরনে নিহত -১ আহত-দুই
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/FB_IMG_1711547663826.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাদারীপুরের কালকিনিতে হাতবোমা বিস্ফোরনে মো. মোদাচ্ছের শিকদার-(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে কমপক্ষে দুইজন। আহতদেরকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মোদাচ্ছের রবিশালের মুলাদি উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মোছলেম শিকদারের ছেলে। বুধবার (২৭ মার্চ) দুপুরে কালকিনির উপজেলার সিডিখাঁন ইউনিয়নের নতুন চরদৌলা খান গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সরদার নামে এক ব্যক্তির বাড়িতে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের হাওলাদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মোদাচ্ছের শিকদার মারা যায়। এসময় হারুন ঢালী ও দাদন ঢালী নামে আরও দুই জন গুরুতর আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে কোন কারণে তারা হাত বোমা তৈরি করছিলেন সে বিষয় এখনও জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে যে বাড়িতে বোমা তৈরি হচ্ছিল তাকেও আইনের আওতায় আনা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন