মাশরাফির মেন্টর হওয়া নিয়ে যা বললেন পাপন

টাইগারদের অনেক জয়ের নায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। পাশাপাশি দলের ভালো নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে রাজনীতিতে জড়িয়ে সংসদ সদস্যও হয়েছেন মাশরাফি।

সম্প্রতি তামিম ইকবাল খেলা থেকে অবসরের ঘোষণা দিলে তাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেন মাশরাফি। এরপরই নতুন করে দাবি ওঠে তাকে বাংলাদেশ দলে মেন্টর নিয়োগ দেওয়ার।

রোববার দলে মেন্টর থাকার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাশরাফির মেন্টর হওয়ার ইস্যুতেও বিসিবি সভাপতি বলেন, এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।