মিসরকে মাসে ৫ লাখ ব্যারেল তেল দেবে সৌদি
মিসরকে ছয় মাসের জন্য প্রতি মাসে ৫ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল দিতে সম্মত হয়েছে সৌদি আরব। মিশরের জ্বালানিমন্ত্রী তারিক আল-মোল্লা এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের সবচেয়ে বড় পেট্রোল কোম্পানি ‘সৌদি অ্যারামকো’ মিশরীয় রিফাইনারিগুলোকে এ তেল সরবরাহ করবে।
গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ করাও হয়েছে।
চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তারিক বলেছেন, জানুয়ারি থেকে জুন মাসের হিসেবে প্রতিমাসে ৫ লাখ ব্যারেল করে তেল সরবরাহ করবে সৌদি অ্যারামকো।
এর আগে ২০১৬ সালের এপ্রিলে ৫ বছরের জন্য প্রতি মাসে ৭ লাখ টন করে পরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহ করতে সম্মত হয়েছিল সৌদি।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন