মেসিকে সেরা বলায় সতীর্থকে ধুয়ে দিলেন রোনাল্ডো
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/03/image-33155-1522394103.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? এ নিয়ে ‘নানা মুনির নানা মত’ থাকতে পারে। তবে তরুণ ফেড্রিকো ভালভারদের চোখে এখন তর্কাতীতভাবে বিশ্বসেরা লিওনেল মেসি।
কয়েক দিন আগেই রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ছিলেন ফেড্রিকো। এখন ধারে খেলছেন দেপোর্তিভো লা করুনায়। সম্প্রতি তাকে মেসি ও রোনাল্ডোর মধ্যে একজনকে সেরা হিসাবে বেছে নিতে বলা হয়। তিনি ছোট ম্যাজিসিয়ানের পক্ষে রায় দেন।
সদ্য সাবেক হওয়া এ সতীর্থের এমন মন্তব্যে বেজায় চটেছেন সিআর সেভেন। তাকে ঝাঁজালে কথার বানেও বিদ্ধ করতে ছাড়লেন না তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও গোল জানাচ্ছে, ফেড্রিকোর এমন প্রকাশ্যে মেসিকে সেরা বলে ঘোষণা দেয়ায় ক্ষেপেছেন রোনাল্ডো। ক্ষেপাটাও স্বাভাবিক। কারণ তার উদ্ধৃতি দিয়ে চলতি সপ্তাহে একাধিক সংবাদ ছেপেছে স্পেনের গণমাধ্যমগুলো।
অবশ্য পর্তুগিজ যুবরাজের রোসানলে পড়ে নিজের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হয়েছেন ভালভারদে। ১৯ বছরের এ উরুগুইয়ান বলেন, মজা করেই এমনটি বলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন