ময়মনসিংহ জেলায় নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শনে এমপি তুহিন
সারাদেশের ন্যায় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ জেলায় শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে (ঈশ্বরগঞ্জ- নান্দাইল)-৫ দিন ব্যাপী প্রশিক্ষনের দ্বিতীয় দিনে শনিবার (৭জানুয়ারি) শিক্ষকদের দেখতে যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।
যে রুমটিতে শিক্ষকদের দেখতে যান আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, সেই কক্ষে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার আনুমানিক ৬০ জন সহকারি শিক্ষক প্রশিক্ষণ নেয়। এসময় এমপি তুহিন উপস্থিত শিক্ষকদের খোঁজ-খবর নেন। সবাইকে দেশ-জাতির কল্যাণে কাজ করার জন্য আহবান জানান।
উল্লেখ্য, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে(৪০৬) চারশত ছয় জন প্রশিক্ষণ নিচ্ছে। এসময় নান্দইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, শিক্ষক ট্রেইনার হযরত মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম,হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক, হযরত মাওলানা মুহাম্মদ এরশাদুল হক এবং প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন