ময়মনসিংহের গৌরীপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG_20221113_230047-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে ডিজিটাল উদ্ভাবনী এবং উদ্ভাবনী অলিম্পিয়াড উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
আগামী মঙ্গলবার ১৫ নভেম্বর সারা দিনব্যাপী গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী এবং উদ্ভাবনী অলিম্পিয়াড ২০২২ অনুষ্টিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, গৌরীপুর পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সহকারী প্রেগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ম.নূরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুখ আহমেদ, সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন