ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের হাইজিন সামগ্রী বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221127-WA0017.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৭ নভেম্বর) ডৌহাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর হাতে হাইজিন সামগ্রী সম্বলিত একটি প্যাকেট দেয়া হয়। এ সময় ছাত্র-ছাত্রীদের টিফিন বক্সসহ বিদ্যালয়ের শিশুদের জন্য ফুটবল উপহার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা রতন সরকার বলেন, ইউএনও সাহেবের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করার পাশাপাশি চিত্ত বিনোদনের মাধ্যমে পড়াশোনায় আগ্রহী করে তুলবে। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, হাইজিন সামগ্রী ব্যবহারের অভ্যাসের মাধ্যমে শিশুরা তাদের স্বাস্থ্য ও হাইজিন বিষয়ে নিজেরা সচেতন হবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে।
শিশুদের চিত্তাকর্ষক পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে হবে। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সমাজকর্মী নাজিম উদ্দিন, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক মোঃ আসলাম হায়দার, সহকারী শিক্ষা অফিসার, এসএমসি সভাপতি, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন