ময়মনসিংহের হালুয়াঘাটে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ এনডিসি সদস্য যুগ্ম-সচিব মো. রেজাউল করিম।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর সহ জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ এনডিসি সদস্য যুগ্ম-সচিব মো. রেজাউল করিম বলেন, নিরাপদ খাদ্য আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় ভেজাল খাদ্যের কারণে অনেকে নানা রোগে আক্রান্ত। নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতনতাবৃদ্ধিতে সর্বপ্রথম জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। নিরাপদ খাদ্য গুরুত্ব ও ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনারা নিজ নিজ জায়গায় থেকে জনগনের মাঝে তুলে ধরবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন