যতই ভয়ভীতি দেখানো হোক মাঠ ছেড়ে যাব না : মঞ্জু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/05/monju1-20180509123158.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, যতই ভয়ভীতি দেখানো হোক আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না। আমিও মাঠ ছেড়ে কোথাও যাব না।
বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
নজরুল ইসলাম মঞ্জু বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে প্রায় ২০০ নেতাকর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত পাঁচদিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেফতার করেছে। নিজেদের পরাজয় ঠেকাতেই পুলিশকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ধরপাকড় চালাচ্ছে ক্ষমতাসীনরা।
আগামী ১৫ মে (মঙ্গলবার) খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন