যশোরে চা দোকানিকে হত্যার ঘটনায় মামলা, জিজ্ঞাসাবাদ শেষে ৩ জনকে মুক্তি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে চা দোকানি জালাল বিশ্বাস (৫৫) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের স্ত্রী শাহিদা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাজান আহম্মেদ জানান, এখনো পর্যন্ত এ হত্যাকান্ডের কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, চা দোকানি জালাল নিহতের ঘটনায় ক্লু উদঘাটনের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত হত্যাকান্ডের কারণ জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভগ্নিপতি আতিয়ার, বোন সালেহা ও ভাগ্নে রাজুকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞসাদের জন্য হেফাজতে নেয়। পরে জিজ্ঞসাবাদ শেষে তাদেরকে মুক্তি দেয়া হয়। এ ঘটনায় থানায় শুক্রবার তার স্ত্রী একটি মামলা করেছেন।

পুলিশ গত বৃহস্পতিবার সকালে উপজেলার খালিয়া গ্রামের মৃত আজিবর কারিকরের পুত্র চা দোকানি জালালের মরদেহ বাড়ির কাছের একটি ধান খেত থেকে উদ্ধার করে।