যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের কর্মশালা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/02/Keshabpur-19-02-24.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, আইএমইডি এর পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রধান শিক্ষক বিকর্ণ দাস, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, মৎস্যজীবি উজ্জ্বল বিশ^াস, ঘাটের মঝি জামাল উদ্দীন গাইন, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন