যশোরের কেশবপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এনকেপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল, জীবন বীমা করপরেশানের ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার হালদার, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ইউনিট ম্যানেজার নাজমা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বন্ধানী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ডিজিএম আব্দুর রাজ্জাক।
অপরদিকে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণ গ্রামীণ বীমা ডিভিশনের ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও এনকেপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন