যশোরের বেনাপোল থেকে ডলারসহ ২ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লক্ষ ৭০ হাজার আমেরিকান (ইউএস) ডলারসহ ২ পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের তল্লাশী কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো জসিম ঢালী (৩১), পিতা আমজাদ হোসেন ঢালী ও সাগর হোসেন (৩২) পিতা শাহ আলম। এরা ঢাকার মুনসিগঞ্জ এলাকার বাসিন্দা।
শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুই পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল সংখ্যক ইউএস ডলার নিয়ে কাস্টমস এলাকা পার হয়ে বাংলাদেশে আসছে। তখন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশী কেন্দ্রে অভিযান চালান।
এসময় অভিযান চালিয়ে জসিম ও সাগরের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার ও দুটি মোবাইলফোনসহ আটক করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন