বাগেরহাটের শরণখোলা লাকুড়তলা বাজারে অগ্নিকান্ড

বাগেরহাটের শরণখোলার লাকুড়তলা বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি পোষাক তৈরির কারখানা, মাছের আড়ৎ ও একটি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীরা জানান।

শরণখোলা ফায়ার সর্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফিরোজ আলী জানান, আনোয়ার গাজীর মালিকানাধীন মেসার্স ভাই-বোন ফ্যাশন নামের কারখানাটি বন্ধ ছিল। এ কারখানা থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যথাসময়ে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হবে।