যশোরের মনিরামপুরে রমজানের মধ্যে বিদ্যুতের লোডশেডিং চরমে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/Load-Sheding.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা। দিনে ও রাতে অসংখ্যবার বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা কঠোর নির্দেশনা ইফতার ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় রাজগঞ্জবাসী বিদ্যুৎ লোডশেডিংয়ে গ্রাহকরা চরম ভোগান্তির
শিকার হচ্ছে।
ইফতার, সেহরির ও তারাবিহ নামাজের সময় গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেনা। মুসল্লিরা কষ্ট করে নামাজ আদায় করছে।
বিভিন্ন অজুহাত দেখিয়ে দায়সারা ভাবে বিদ্যুৎ দিচ্ছে পল্লী বিদ্যুৎ। বিদ্যুতের জন্য গ্রাহকরা অফিসে কল দিলে অফিস থেকে অনেক সময় বাজে ব্যবহার করছে। এনিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ করছে।
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ সাব জোনাল অফিসের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, ফোন রিসিফ করেনি।
এদিকে রাজগঞ্জ এলাকার মুসল্লিরা বলছেন- নামাজের আগে কারেন্ট চলে যাচ্ছে আর নামাজ শেষ হলে কারেন্ট আসছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারাদিন রোজা থাকার পর এমনিতেই ক্লান্ত হয়ে যেতে হয়। তারপর কারেন্ট থাকে না। এটা মেনে নেওয়া যায় না। রাজগঞ্জবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দাবী করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন