যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/News-Photo-15.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) রাত ১২ টার দিকে শার্শা উপজেলার ছোট মান্দারতলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে এ গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক বাবলুর রহমান বাবু উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাবলুর রহমান বাবু শার্শা টু বোয়ালিয়া সড়ক বোয়ালিয়া ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। এমন গোপণ সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ১৮ কেজি।
তিনি আরো জানান, আটক বাবু’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন