যশোরের শার্শায় যক্ষ্মার লক্ষণ এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
“যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই” এই শ্লোগানে যশোরের শার্শায় যক্ষ্মা রোগের লক্ষণ এবং করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যক্ষ্মা সঠিক চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়। সরকার বিনা মুল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা দিচ্ছে।
সোমবার (২০ মার্চ) সকাল ১০ বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক এর শার্শা শাখা কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সুভেন্দু বিশ্বাস।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ব্র্যাকের যশোর জেলা অফিসের যক্ষ্মা প্রগ্রামার আসলাম হোসেন, শিউলী পারভীন, শার্শা অফিসের আশরাফুজ্জামান ও রিজিয়া খাতুন প্রমূখ।
সেমিনারে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সমাজ সেবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন