যুক্তরাষ্ট্রে নিজ বাড়ি থেকে দুই সন্তানসহ ভারতীয় বংশোদ্ভূত দম্পতির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজেদের বাড়ি থেকে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্লেইন্সবোরো পুলিশ বিভাগের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি । নিউ জার্সির প্লেইন্সবোরোতে নিজ বাস থেকে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে। মৃতরা হলেন- তেজ প্রতাপ সিং, তার স্ত্রী সোনাল পারিহার এবং তাদের ১০ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়ে।

মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর ইয়োলান্ডা সিকোন ও প্লেইন্সবোরো পুলিশ বিভাগের প্রধান ইমন ব্লানচার্ড জানান, বুধবার সন্ধ্যায় জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তারা আরও জানান, মরদেহ ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি হত্যা নাকি হত্যার পর আত্মহত্যা সে বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।
এ ঘটনায় প্রাথমিক তদন্তে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।