যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মসজিদগুলোকে আযান দেওয়ার অনুমতি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পাঁচ ওয়াক্ত নামাজের আগে ইসলামের বিধান অনুযায়ী মসজিদগুলোতে আযান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। লাউড স্পিকারে আযানের ধ্বনি মুসল্লিদের কানে পৌঁছানোর এই দাবি ছিলো মুসলিম কমিউনিটির বহু দিনের। যা এবার পূর্ণ হলো। গত ২৪ আগস্ট নিউ ইয়র্কের ডেপুটি কমিশনার মার্ক টি স্টুয়ার্টের স্বাক্ষরিত একটি বার্তা মুসলিম কমিউনিটিগুলোর কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে দিনের পাঁচ ওয়াক্ত নামাজে দিনে পাঁচবার আযান দেওয়া হয়। এবং সে আযান ২ থেকে ৫ মিনিট পর্যন্ত চলতে পারে। আযানের এই নির্দেশনায় বলা হয়েছে মসজিদগুলো স্পিকার ব্যবহার করে আযান দিতে পারবে, তবে তার মাত্রা যেনো যৌক্তিক পর্যায়ে থাকে।
নির্দেশনায় বলা হয়েছে প্রতিদিন প্রত্যুষে ফজর, দুপুর ১টা নাগাদ যহুর, সন্ধ্যা ৬টার আগে আসর, সূর্যডোবার সময়ে মাগরিব, রাত বাড়লে এশার নামাজের আযানের ধ্বনি শোনা যাবে।
মসজিদগুলোকে আলাদা করে আর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, তবে এডমিন্সট্রেটিভ কোডের ১০-১০৮ ধারা এবং অ্যাডমিন্সট্রেটিভ গাইড প্রসিডিউর এর ৩২১-১৩ ধারা অনুযায়ী স্পিকারের শব্দ নির্ধারিত ডেসিবল মেনে ব্যবহার করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন