যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের বিরুদ্ধে কর ফাঁকি মামলা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/আওয়ার-নিউজ_20231208_174053_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এবার কর ফাঁকি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মামলা দায়ের করেছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগ হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্ক্যাম এ যুক্ত। কিন্তু স্ক্যাম করে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে দায়ের করা নথি অনুসারে, হান্টার বাইডেনের বিরুদ্ধে মিলিয়ন ডলার ব্যয় করার সময় কর দাখিল, পরিশোধ করতে ব্যর্থ, কর মূল্যায়ন এড়ানো এবং একটি মিথ্যা বা জালিয়াতি ট্যাক্স রিটার্ন তৈরি করার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হলে ১৭ বছরের জেল হতে পারে। ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন একজন আইনজীবী ও ব্যবসায়ী। এর আগে গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দোষী নন বলে দাবি করেছেন।
হান্টার বাইডেনের নতুন এ মামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট জো বাইডেন ও হোয়াইট হাউজ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন