রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বেরোবি সাংবাদিক সমিতির অভিনন্দন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/বেরোবিসাস-begum-jour.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেরোবি প্রতিনিধি : রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি ইউএনবি প্রতিনিধি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক পদে দৈনিক দাবানলের রশিদ বাবুসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায় ও সাধারণ নুর ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় জানানো হয়, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং উন্নয়নে সাংবাদিক সংগঠনের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমের গুরুত্বপূর্ণ উন্নয়নের মাধ্যমে দেশ তথা জাতির কল্যাণে রংপুর প্রেসক্লাব তাদের দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকবে বলে সাংবাদিক সমিতি মনে করে। উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন শেষে রংপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন